২১ শে আগস্ট ২০১৬ খ্রিঃ এ মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিশাল গণ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুহঃ মাহবুবর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার আজিম আহমেদ, উপ-পরিচালক(উপসচিব), শালিখা, মাগুরা এবং জনাব তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা। সভাপতিত্ব করেন জনাব মোঃ মমিন উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার, শালিখা, মাগুরা। উক্ত গণ সমাবেশে শালিখা উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
আয়োজনে এবং অর্থায়নেঃ উপজেলা প্রশাসন, শালিখা, মাগুরা।
সহযোগিতায়ঃ শিশু নিলয় ফাউন্ডেশন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস